Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

পাইকগাছায় চিংড়ি ঘেরে তৃতীয়পক্ষের বিরুদ্ধে বাঁধ দেয়ার অভিযোগ খুলনা

পাইকগাছায় চিংড়ি ঘেরে তৃতীয়পক্ষের বিরুদ্ধে বাঁধ দেয়ার অভিযোগ

 
পাইকগাছায় তৃতীয় পক্ষের বিরুদ্ধে চিংড়ি ঘেরে বিরোধপূর্ণ ভিপি জমিতে অবৈধ বাঁধ-বন্ধি করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে যেকোন মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, উপজেলার লস্কর ইউপির খড়িয়া খালধার এলাকায়। ঘের মালিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 
 
খড়িয়া খালধারের চিংড়ি ঘের মালিক অজিত কুমার সানা জানান, নিজস্ব ও ডিড মূলে হারীর টাকা দিয়ে তিনি দীর্ঘদিন ৮০ বিঘা জমিতে চিংড়ি ঘের করে আসছেন। এ ঘেরের মধ্যে ২৭ খতিয়ানের ভিপি ৮৮ শতক সম্পত্তি নিয়ে উত্তর খড়িয়ার নবজীবন বৈদ্য গং ও বাসাখালীর অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমানন্দ মন্ডল গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জানা গেছে, চিংড়ি ঘেরের এ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের বিরোধ, আদালতে মামলা ও ডিসিআর নবায়ন না হওয়ায় ঘের মালিক কয়েক বছর ধরে বিতর্ক এড়াতে সরকারি কোষাগারে এ হারীর টাকা জমা দিয়েছেন। ইতোপূর্বে নবজীবন বৈদ্যগংরা ৫৬(এ)৭৭-৭৮ ভিপি কেসে ২৭ খতিয়ানের ১১০৮, ১২০৯ ও ১৫৬৯ দাগে ২.৫৮ একর জমি ইজারা গ্রহণ করলেও তারা বাংলা ১৪২১ সালের পরে ডিসিআর নবায়ন করেননি। অন্যদিকে, একই দাগ খতিয়ানের ভিপি কেসে ইতোপূর্বে বাসাখালীর শতদল মন্ডল গংরা বাংলা ১৪১৭ সাল পর্যন্ত ১.৪৫ একর সম্পত্তি ডিসিআর গ্রহণ করেন। ঘের মালিক অভিযোগ করেন, সম্পত্তি নিয়ে দু’পক্ষের বিরোধ আদালতে মামলা ও ডিসিআর গ্রহণ না করায় তিনি বিতর্ক এড়াতে মিস কেস করে সরকারি খাতে সমুদয় টাকা জমা দিয়েছেন। তিনি আরো অভিযোগ করেন, এ মৌসুমের শুরুতেই তার চিংড়ি ঘেরের বিরোধপূর্ণ জমিতে তৃতীয়পক্ষ খড়িয়া খালধারের শাহাজান ঢালীর রেজওয়ান ঢালী, মৃত জরিপ সরদারের ছেলে হক সরকার ও খালেক গাজীর ছেলে রফিকুলের নেতৃত্বে ১৫/২০জন লোক নিয়ে শনিবারে অবৈধভাবে বাঁধ দেয়ার চেষ্টা করলে তিনি বাঁধা দিয়ে প্রতিরোধ করেন। এ ঘটনায় তাকে প্রতিনিয়ত মারপিটের হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন। সর্বশেষ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল জানান, কেউ সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।