Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

পাইকগাছায় চিংড়ি ঘেরে ৩২ গ্রেনেড বোমা উদ্ধার খুলনা

পাইকগাছায় চিংড়ি ঘেরে ৩২ গ্রেনেড বোমা উদ্ধার

 
পাইকগাছায় একটি চিংড়ি ঘের থেকে ৩২ গ্রেনেড বোমা উদ্ধার হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের সবুর সরদারের ছেলে কামালের চিংড়ি ঘেরে মাটি কেটে বাঁধ দেবার সময় শ্রমিকরা কাঠের বাক্স ভর্তি এ গ্রেনেড বোমাগুলো পায়। খবর পেয়ে থানা পুলিশের এসআই আবুল বাসার ও লিয়াকত আলী ঘটনাস্থলে পৌছিয়ে গ্রেনেড বোমাগুলো জব্দ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাব-৬এর বোমা নিস্ক্রীয়কারী টিম ঘটনাস্থলে পৌছায়নি। 
 
সরেজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয় বয়ঃবৃদ্ধরা জানান, মুক্তিযুদ্ধকালে ঘটনাস্থলের পার্শ্ববর্তী গ্রাম পারিশামারী জ্যোতিষ ক্যাম্প ছিল। তারা ধারণা করছেন, যুদ্ধের আগে বা পরে মুক্তিযোদ্ধা বা রাজাকাররা এগুলো ফেলে রাখতে পারে। পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী রুহুল আমিন জানান, দেশ স্বাধীনের পরে অস্ত্র জমা দেয়ার পরে কেউ কেউ অসৎ উদ্দেশ্যে জমা দেয়নি। তারা এগুলো হজম করতে না পেরে বিলের মধ্যে মাটিতে পুঁতে রাখে। ওসি এমদাদুল হক শেখ জেলা পুলিশ লাইনে জরুরী মিটিংএ থাকায় তাৎক্ষণিক কোন মন্তব্য না করলেও তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।