Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ইউনিয়ন পরিষদ সচিব সমিতি সুনামগঞ্জ শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জ

ইউনিয়ন পরিষদ সচিব সমিতি সুনামগঞ্জ শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সুনামগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১টায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন শিল্পকলা একাডেমির হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সচিব ও বাপসা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল্লা আল আমিনের সভাপতিত্বে, মোহনপুর ও সুরমা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাকির হোসেন এবং মোছাঃ রুহেনা বেগমের যৌথ সঞ্চালনায় সম্মেলনে এ সময় বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাওঁ ইউপি সচিব মৃণাল কান্তি দাশ, দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউপি সচিব আলী হোসেন, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউপি সচিব মোঃ তোফাজ্জল  হোসেন, সদর উপজেলার রঙ্গারচর ইউপি সচিব সজীব কান্তি দাস, তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউপি সচিব আফিস আফিন্দি, জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউপি সচিব সমীর কান্তি দে, শাল্লা উপজেলার বাহারা ইউপি সচিব বিপ্লব কুমার দাস, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউপি সচিব টিটু রঞ্জন দাস, জগন্নাথপুর উপজেলার  রানীগঞ্জ ইউপি সচিব আব্দুল গফুর, সদর উপজেলার মোল্লাপাড়া ইউপি সচিব তরুন কুমার বসু, কাঠইর ইউপি সচিব মহিতোষ চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউপি সচিব পুলেন সুত্রধর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউপি সচিব ইয়াসমিন হুসনে আরা। এছাড়া সিলেট জেলার সচিব সমিতির নেতৃবৃন্দসহ জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সচিব ও বাপসা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল্লা আল আমিনকে পূনরায় সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউপি সচিব আলী হোসেনকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়।  নেতৃবৃন্দরা দশম গ্রেডে উন্নীতকরণ ও জাতীয়করণসহ ৩ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান। 

এই বিভাগের অন্যান্য খবর