Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

সাংস্কৃতিকধারার পথচলায় আলোকিত হবে বাংলাদেশ রাজনীতি

সাংস্কৃতিকধারার পথচলায় আলোকিত হবে বাংলাদেশ

 

সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় বক্তারা বলেছেন, সাংস্কৃতিকধারার পথচলায় আলোকিত হবে বাংলাদেশ। সেই বাংলাদেশের রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-অর্থনীতি তরুণরা পরিচালনা করবে। ১৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায় সাউন্ডবাংলা কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিকধারার আয়োজনে ছড়াকার শিবুকান্তি দাশ-এর অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনায়োজনে বক্তারা উপরোক্ত কথা বলেন। জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি চঞ্চল মেহমুদ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত পল্টনাড্ডায় অতিথি ছিলেন ড. তপন বাগচী, বীর মুক্তিযোদ্ধা সিরু

বাঙালি, অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ছড়াকার হাসানাত আমজাদ, সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা, ছড়াকার সিকদার নাজমুল হক, জাতীয় সাংস্কৃতিকধারা গাজীপুর শাখার সভাপতি আনোয়ার সাঈদী, নারায়াণগঞ্জ সাংস্কৃতিকধারার সভাপতি আলতাফ রায়হান, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জাতীয় আদিবাসীধারার সাধারণ সম্পাদক লিটন দ্রং, জাতীয় ক্রীড়াধারার সহ-সভাপতি ছড়াকার চান মিয়া চান্দু,  ও রবীন্দ্রনাথ দাস। লেথা পাঠে অংশ নেন, জাতীয় সাংস্কৃতিকধারা গাজীপুর শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আবীর, সহ-সভাপতি কমল মল্লিক, নারায়ণগঞ্জ শাখার সহ-সভাপতি এম এ মামুন বাবুল, কবি লুবনা আক্তার সুমী, ফরিদ আহমেদ হৃদয়, টি ইসলাম টুটুল,  জাকির হোসেন, গোলাম ওয়াজেদ রানা, মানসুরা আক্তার প্রমুখ। 

এরপর উপস্থিত লেখকদেরকে দুপুরের খাবার পরিবেশন করে জাতীয় সাংস্কৃতিকধারার নেতৃবৃন্দ।