Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের শ্রদ্ধাঞ্জলি চট্টগ্রাম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের নেতৃবৃন্দরা। গতকাল বুধবার সকাল ১০টায় সকল বীর মুক্তিযোদ্ধারা সমবেত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার মো. খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, সহকারী কমান্ডার এফএফ আকবর খান, বন্দর থানা কমান্ডার কামরুল আলম, চান্দগাঁও থানা কমান্ডার কুতুব উদ্দিন চৌধুরী, খুলশী থানা কমান্ডার মো. ইউসুফ, ইপিজেড থানা কমান্ডার আবুল কালাম, আকবর শাহ থানা কমান্ডার সেলিম উল্লাহ, সদরঘাট থানা কমান্ডার জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল আলম, মো. নূর উদ্দিন, সৈয়দ আহমদ, আবদুছ সালাম, অঞ্জন কুমার সেন, শহীদুল ইসলাম দুলু, আলহাজ্ব আখতার উদ্দিন, মরহুম জহুর আহমদ চৌধুরীর পুত্র শরফুদ্দিন চৌধুরী রাজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহেদ মুরাদ সাকু প্রমুখ। শ্রদ্ধা নিবেদনকালে  বীর মুক্তিযোদ্ধারা এদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।