Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

কালকিনিতে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ আহত ৮ মাদারীপুর

কালকিনিতে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ আহত ৮

মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

এলাকা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিকার মঙ্গল এলাকার চরফতেবাহাদুর গ্রামের বেলায়েত শিকদারের সাথে একই গ্রামের শফিকুল ইসলাম খোকনের জমিজমা নিয়ে দ্বন্ধ চলে আসছে। এর জের ধরে প্রতিপক্ষ শফিকুল ইসলাম খোকন সিকদারের নেতৃত্বে প্রায় ৮/১০ জন লোক মিলে বেলায়েত সিকদারের বাড়ীতে অতর্কিত হামলা চালায়। এসময়  দেড় বছরের শিশু সাইফ সিকদার, সোহান সিকদার (৮), সাথি আক্তার (২৫), মুক্তা আক্তার লাইলি (২৮), সাহিদা বেগম (৫৫) ও কলিমন নেছাসহ (৭০) ৮ জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী বেলায়েত শিকদারের ভাতিজি তানিয়া আক্তার বলেন, শফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে আমাদের পরিবারের উপর হামলা চালানো হয়েছে।

অভিযুক্ত শফিকুল ইসলাম খোকন সিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোফাজ্জেল হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।