Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষে শিশুসহ আহত ১০ নড়াইল

কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষে শিশুসহ আহত ১০

নড়াইলের কালিয়ায় হারিয়ে যাওয়া হাঁস খোজা নিয়ে দুপক্ষের সংঘর্ষে শিশুসহ অন্তত ১০জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার বড়নাল গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদেরকে কালিয়া ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আহতরা জানান, উপজেলার বড়নাল গ্রামের আনোয়ার শেখের ছেলে মামুন শেখ দীর্ঘ দিন যাবৎ বড়নাল বিলের মুক্ত জলাশয়ে হাঁস পালন করে আসছে। তারই সঙ্গে একই গ্রামের ছলেমান শেকের ছেলে ইকরামুল শেখ ও একই ভাবে হাঁস পালন করে। 

ঘটনার দিন সকাল ১০টার দিকে মামুন তার হাঁসেরপাল থেকে হারিয়ে যাওয়া কয়েকটি হাঁস ইকরামুলের বাড়িতে খুজতে গেলে ইকরামুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তারই জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের খাজা শেখ (৬০),খোকন শিকদার (২২), খায়রুল শেখ (১৩),জামাল মোল্যা (৩০), রমিম শেখ (১৮), মামুন শেখ (২৫), ও ইকরমুল শেখসহ (৩০) অন্তত ১০জন আহত হয়। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইকরাম হোসেন বলেন, দুই পক্ষে মারামারির ঘটনা ঘটলেও এখনো কেউ অভিযোগ করেনি।