Opu Hasnat

আজ ১৪ অক্টোবর সোমবার ২০১৯,

ব্রেকিং নিউজ

নিরাপদ সড়কের দাবিতে সুনামগঞ্জে ঘন্টাব্যাপী মানববন্ধন সুনামগঞ্জ

নিরাপদ সড়কের দাবিতে সুনামগঞ্জে ঘন্টাব্যাপী মানববন্ধন

‘নিরাপদ সড়ক আমার অধিকার’ এই   স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে প্রথম আলো সুনামগঞ্জ বন্ধুসভা। রবিবার বিকেলে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, প্রথম আলোর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি খলিলুর রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক সুনামগঞ্জের খবরের যুগ্ম বার্তা সম্পাদক আকরাম উদ্দিন, সাংস্কৃতিক কর্মী সামির পল্লব, রাজীব, জাকের আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দিন দিন সড়কের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। যা দেখার কেউ নেই বললে চলে। তাই আজকে আমরা আবার প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেসব ফিটনেস বিহীন গাড়ি গাড়িগুলো যাতে অবিলম্বে বন্ধ করা হয়। নয়ত বা এই প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন থেকে ঘোষণা করছি দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলব।   

 

এই বিভাগের অন্যান্য খবর