Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

রংপুরে রোভার স্কাউটদের ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন সংগঠন

রংপুরে রোভার স্কাউটদের ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন

রেজওয়ান হোসেন সুমন, রংপুর : ভিটামিন এ-প্লাস খাওয়ান শিশু মৃত্যুর ঝুকি কমান প্রতিপাদ্য কে সাথে নিয়ে শনিবার (৯ ফেব্রুয়ারি ) সারাদেশের ন্যায় রংপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী ৮টি কেন্দ্রে তথা রংপুরের মেডিকেল মোড় বাসষ্ট্যান্ড, টার্মিনাল বাসষ্ট্যান্ড, বদরগঞ্জ বাসষ্টান্ড, কুড়িগ্রাম বাসষ্টান্ড, মর্ডান মোড় বাসষ্টান্ড, কামাড়পাড়া বাসষ্টান্ড, সাতামাথা বাসষ্টান্ড সহ রেলওয়ে ষ্টেশনে বাস ও ট্রেনে ভ্রমণকারী যাত্রী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওানো নিশ্চিত করণের লক্ষে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভার মেট রেজওয়ান হোসেন সুমন ও জেলা রোভার প্রতিনিধি শওকতের নেতৃত্বে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনে মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক হিসেবে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট, রংপুর আইডিয়াল অব ইন্সটিটিউট টেকনোলজি, রংপুর সরকারি কলেজ ও কারমাইকেল কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের দ্বায়িত্ব পালন করে।

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন কে কেন্দ্র করে সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৫টা অবধি বৈরীআবহাওয়ার গুড়ি গুড়ি বৃষ্টি কে উপেক্ষা করে বাসষ্টান্ডের যাত্রী ছাউনি কিংবা বাসে উঠে, রেলষ্টেশনের প্লাটফর্মে অথবা ট্রেনে উঠে ভ্রমণকারী যাত্রী শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন এ-প্লাস খাওয়ানো নিশ্চিত করণের কার্যক্রম চালায় ক্যাম্পেইনের দায়িত্বরত রোভার স্কাউটের সদস্যরা ।

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনে রোভার স্কাউটদের দ্বায়িত্বে থাকা ৮ টি অস্থায়ী কেন্দ্র গুলোর কার্যক্রম পরিদর্শন করেন মহাদেব কুমার গুন-রোভার স্কাউট লিডার ও যুগ্ম-সম্পাদক রংপুর জেলা রোভার, রফিকুল ইসলাম-(ইপিআই টেকনিশিয়ান) রংপুর সিটি কর্পোরেশন এবং রংপু সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের প্রধান, উর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের অন্যান্য খবর