Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিলের দাবিতে জাসদের মানববন্ধন নীলফামারী

স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিলের দাবিতে জাসদের মানববন্ধন

সৈয়দা রুখসানা জামান শানু, সৈয়দপুর থেকে : দলীয়ভাবে উপজেলা নির্বাচনসহ সকল স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাসদ বেলা ১১টা থেকে এক ঘন্টাব্যাপি ওই কর্মসূচীর আয়োজন করে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আশিক জনি, শিক্ষা বিষয়ক সম্পাদক রমানাথ রায় মাস্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকিল জাফর প্রমুখ।

বক্তারা পূর্ণাঙ্গ উপজেলা পদ্ধতি চালুর দাবি জানিয়ে বলেন, স্থানীয় সরকারকে মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যম হিসাবে গড়ে তুলতে হবে। জাতীয় নির্বাচন ব্যতিরেকে সকল স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না করার  জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। একই সাথে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান বক্তারা।