Opu Hasnat

আজ ২৬ আগস্ট সোমবার ২০১৯,

দেশে পর্নোসাইট বন্ধ করল বিটিআরসি তথ্য ও প্রযুক্তি

দেশে পর্নোসাইট বন্ধ করল বিটিআরসি

অনীক ইসলাম জাকী : দেশে পর্নোসাইট বন্ধে নতুন করে পদেক্ষপ নেয়ার ঘোষণার দু’দিনের মাথায় ২৪৪ সাইট আটকে দিয়েছে সরকার। এসব সাইট বাংলাদেশ হতে দেখা যাবে না। বুধবার এসব সাইট বন্ধ করা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, বিটিআরসি ও সাইবার সিকিউরিটি প্রকল্পের মাধ্যমে পর্নোসাইট বন্ধের কার্যক্রম চালানো হচ্ছে।

‘দু’দিক হতে নির্দেশ দেয়া হচ্ছে। সাইবার সিকিউটির প্রকল্পে তারা নিজেরাই সরাসরি এসব সাইট চিহ্নিত করে বন্ধ করে দিতে পারে। অন্যদিকে বিটিআরসি ইন্টারনেট সার্ভিস প্রোভাইভারদের নির্দেশও দিচ্ছে’ বলছিলেন মন্ত্রী।

তিনি জানান, অনেক সময় আইএসপি এবং অপারেটরগুলো গুরুত্বে সঙ্গে কাজগুলো করে না। এ রকম অবস্থায় মাঝেমধ্যে দু’একটি দেখতে পাওয়া যায়। সেখানে এই সাইবার সিকিউরিটি প্রকল্প হতে নিজেরাই বন্ধ করে দেয়া হচ্ছে।

এবার মূলত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের উদ্যোগেই বেশ জোরেশোরে এই কার্যক্রম। মোস্তাফা জব্বার বলছিলেন, ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে হলে এটাকে যুদ্ধ হিসেবে নিতে হবে।

প্রতিনিয়ত নতুন নতুন এসব সাইট জন্ম নেয়, তারপর মিরর সাইটগুলো থাকে, একটা বন্ধ করলে আরেকটায় সুইচ করে এরা। এখন হতে যেগুলোর তালিকা হাতে পাবো সেগুলো বন্ধ করতে থাকবো।

এর আগে ২০১৬ সালে দেশে পর্নোসাইট বন্ধে একবার উদ্যোগ নেয়া হয়েছিল। তখন দেশে অনেক পর্ন সাইট বন্ধ করার কথা জানানো হয়েছিল। যেখানে তালিকায় থাকা সাইটগুলোর মধ্যে কিছু বিদেশী সাইট ছাড়া দেশের মধ্য থেকে হোস্ট করা সাইটের সংখ্যাই বেশী ছিল বলে বলা হয়েছিল।