Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

চুয়াডাঙ্গার দর্শনায় আখচাষী সমাবেশ অনুষ্ঠিত কৃষি সংবাদচুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনায় আখচাষী সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় আখচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় কেরু চিনিকলের অফিসার্স ক্লাব প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেননের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন কেরুজ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক। এরপর স্বাগত বক্তব্য রাখেন কেরু চিনিকলের জিএম (কৃষি) মোস্তফা কামাল।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করপোরেশনের পরিচালক (সিডিআর) আজিজুর রহমান, সচিব এ এস এম আব্দার হোসেন, চীফ (সিপিই) মো. হাবিবুর রহমান, চীফ (ডিএস) মো. কামরুজ্জামান, ফরিদপুর চিনিকলের ব্যবস্থপনা পরিচালক মো. আমজাদ হোসেন, আখচাষী কল্যান সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বারী, বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কেরু চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। এ সময় আখচাষীরা আখচাষ ও চিনিকলের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা এবং তাদের দাবী-দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চিনিশিল্প বর্তমানে চরম সংকটময় সময় পার করছে। সকলে মিলে এ শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। চিনি শিল্পের চলমান সংকট কাটিয়ে তুলতে বর্তমান সরকারের আন্তরিকতার কোন অভাব নেই। আগামী আখমাড়াই মওসুমকে সামনে রেখে সরকার ইতিমধ্যে আখের মুল্য মনপ্রতি ১০ টাকা বৃদ্ধি করে ১’শ ১০ টাকা করেছে। এ ছাড়াও চিনিকলগুলো পর্যায়ক্রমে বিএমআরই (আধুনিকায়ন) করা হচ্ছে।’

তিনি আগামী মাড়াই মওসুমে চিনির হার বাড়াতে চিনিকলে পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহের আহবান জানান চাষীদের।সমাবেশে এলাকার কয়েক’শ আখচাষী অংশ নেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন কেরু চিনিকলের ব্যবস্থাপক ( সস্প্রসারণ) মো. গিয়াস উদ্দীন।

এর আগে সকাল আটটায় কেরুজ প্রাঙ্গনে একটি লিচু’র চারা রোপন শেষে দক্ষিণ চাঁদপুর মাঠে তৈয়ব আলীর জমিতে আখ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন।  # #