Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

প্রভাতী মুক্তে’র ১৫তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা রংপুর

প্রভাতী মুক্তে’র ১৫তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা

রেজওয়ান হোসেন সুমন, রংপুর : রংপুর মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাহিগঞ্জ আজিজুল্যাহ তে স্কাউট স্কুল নামে সু-পরিচিত প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে ১৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও কৃতিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

দুটি গ্রুপে চল্লিশটি ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা, স্বাংস্কৃতিক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো অতিথিবৃন্দের অভ্যর্থনা জ্ঞাপন ও আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়া ও গীতা থেকে পাঠ, জাতীয় সঙ্গীতের তালে তালে পতাকা উত্তোলন, প্রতিযোগিদের মাঠ প্রদক্ষিণ ও অভিবাদন গ্রহণ, পরিচালকের স্বাগত ভাষণ, অতিতিবৃন্দের বক্তব্য ও প্রধান অতিথি কতৃক অনুষ্ঠানের উদ্বোধন, অলিম্পিক মশাল প্রজ্জ্বলন ও পাঠ পরিভ্রমণ, শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করণ, প্রতিযোগিদের মাঠ ত্যাগ, কাব ও স্কাউটদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন, ২ টি গ্রুপে ৪০ টি ইভেন্টে প্রতিযোগিতা আরম্ভ, প্রধান অতিথির ভাষণ ও পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সমাপনি বক্তব্য।

৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) দুই পর্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের পরিচালক মোঃ আব্দুস সোবহান মিয়া স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যে সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে ইনস্টিটিউটের সাফল্য মন্ডিত বিভিন্ন দিক তুলে ধরেন। 

পরে মোঃ বেলাল হোসেন-সভাপতি, প্রভাতী মুক্ত স্কাউট ইন্সটিটিউটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম -কাউন্সিলর, ৩৩ নং ওয়ার্ড রংপুর সিটি কর্পোরেশন এবং বিশেষ অতিথি হিসেবে আলহাজ্ব মোঃ হাসান আলী মিঞা - সাবেক চেয়ারম্যান, ১১ নং তামপাট ইউনিয়ন, রংপুর ও বাবু কান্তেস্বর বর্ম্মণ-প্রাক্তন শিক্ষক, রঘু সঃ প্রাঃ বিদ্যাঃ সহ আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক, পুস্কার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মোজাফ্ফর হোসেন- সভাপতি, প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোছাঃ নাজমুন নাহার- মহিলা কাউন্সিলর ৩১,৩২ ও ৩৩ নং ওয়ার্ড রংপুর মহানগর, বিশেষ অতিথি হিসেবে নুর হেসেন-সভাপতি ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ,মহানগর রংপুর ও সামছুল হুদা- প্রাক্তন শিক্ষক রঘু সরকারি প্রাথমিক বিদ্যলায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে বিজয়ী প্রতিযোগীদের বিজয়ী পুরস্কার, প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিযোগিদের সান্ত্বনা পুরস্কার ও অগত অতিথি বৃন্দের শুভেচ্ছা পুরস্কার বিতরণ এবং ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। জমকালো আয়োজনে বিপি'র ক্ষুদে সেনা কাব ও স্কাউট শিক্ষার্থীসহ প্রাক্তন স্কাউট শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০১৯।