Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

কিশোরগঞ্জে চক্ষু অপারেশনের থিয়েটার উদ্বোধন কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে চক্ষু অপারেশনের থিয়েটার উদ্বোধন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা একমাত্র ডায়াবেটিক হাসপাতালে চক্ষু অপারেশনের ৮লাখ টাকা মুল্যের যন্ত্রপাতি দান করেছেন এক দানবির। গত শুক্রবার সকালে অপারেশন থিয়েটার শুভ উদ্বোধন উপলক্ষে এসকল যন্ত্রপাতি হস্তান্তর করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শওকত চৌধুরী,সংসদ সদস্য-নীলফামারী  ৪। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম মোস্তফা,সংদস সদস্য-নীলফামারী ৩,রশিদুল ইসলাম-চেয়ারম্যান উপজেলা পরিষদ,সিদ্দিকুর রহমান-উপজেলা নির্বাহী কর্মকর্তা,মোস্তাফিজার রহমান- অফিসার ইনচার্জ ও ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

আর্তমানবতার সেবায় নিয়োজিত ঠিকাদার সোহেল রানা লিমন পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামের (অবঃ) তহশীলদার ইব্রাহীম মিয়ার ছেলে। সোহেল রানা নীলফামারী পশ্চাৎপদ কিশোরগঞ্জ উপজেলার গরীব,দুঃস্থ যারা উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাদের বিনামুল্যে চিকিৎসা সেবার এ সমস্ত যন্ত্রপাতি দান করেন।