Opu Hasnat

আজ ২৪ ফেব্রুয়ারী সোমবার ২০২০,

আলালপুরে প্রাইভেটকার উল্টে বাবা-মা ও ছেলে নিহত ময়মনসিংহ

আলালপুরে প্রাইভেটকার উল্টে বাবা-মা ও ছেলে নিহত

ময়মনসিংহ সদরের আলালপুর নামক স্থানে গাছে ধাক্কা লেগে প্রাইভেটকার উল্টে স্ত্রী ও ছেলেসহ এক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও ৩ জন। বুধবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধা ফুলছড়ি উপজেলার বাটিয়াপাড়ার ইউপি সদস্য আব্দুল হামিদ (৬৫), তার স্ত্রী সাহারা খাতুন (৫৫) ও তাদের ছেলে শফিকুল ইসলাম (৪০)। হতাহতরা গাইবান্ধার ফুলছড়ি থেকে সাহারা খাতুনের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসছিলেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ভোরে সদর উপজেলার ময়মনসিংহ শেরপুর মহাসড়কের আলালপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটির গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় আরো তিনজন আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।