Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

পাইকগাছায় আদালতে মামলার পর বাদীকে মারপিট করার অভিযোগ খুলনা

পাইকগাছায় আদালতে মামলার পর বাদীকে মারপিট করার অভিযোগ

 
পাইকগাছায় আদালতে হারীর টাকার মামলার পর বাদীকে মারপিট করে ডিডে স্বাক্ষর করে নেয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত ২৬ জানুয়ারি সন্ধ্যার পূর্ব মুহুর্ত রূপসা সীমান্ত ট্রেন লাইনে। উপজেলার সোলাদানা ইউপির নায়েবখালী গ্রামের মৃত সুধীর সরদারের ছেলে বেসরকারী সংস্থার কর্মকর্তা প্রদীপ কুমার সরদার অভিযোগ করেছেন, তাদের সম্পত্তিতে হারীর টাকা না দিয়ে জোরপূর্বক চিংড়ি ঘের করার ঘটনায় পার্শ্ববর্তী গ্রামের ঘের মালিক কামরুল গাজীর বিরুদ্ধে চলতি ২০ জানুয়ারি পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল আদালতে মামলা করি। 
 
আদালতের বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়া জারী করেন। তিনি আরো অভিযোগ করেছেন, ঘটনার দিন আমি কর্মস্থল সৈয়েদপুরে যাওয়ার জন্য রূপসা সীমান্ত ট্রেন লাইনে অপেক্ষা করছিলাম। এ সময় উক্ত মামলার বিবাদী কামরুল গাজী ও কিছু বহিরাগত লোক আমার পিছু নেয় এবং এক পর্যায়ে গালিগালাজ করে আমাকে চড়, থাপ্পড়, ঘুষি মেরে লীজের ডিডের কপিতে সই করে নেয়। টের পেয়ে রেল পুলিশের হস্তক্ষেপে আমি তাদের কোবল থেকে রেহাই পাই। এ ঘটনায় প্রদীপ খুলনা সদর থানায় সোমবারে ১৫৭৮ নং সাধারণ ডায়েরী করেছেন। এ অভিযোগটি অস্বীকার করেছেন ঘের মালিক কামরুল গাজী।