Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

পাইকগাছা উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত খুলনা

পাইকগাছা উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আগামী ১৮ মার্চ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা সোমবার বিকাল ৪টায় পাইকগাছা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হওয়ার পূর্বে রশীদুজ্জামান ও এ্যাডঃ আবুল কালাম আজাদের সমর্থকরা বিশেষ বর্ধিত সভা এলাকায় মিছিলে মিছিলে ধ্বনিত হওয়ার এক পর্যায়ে দু’পক্ষের মৃদু সংঘর্ষে ৪জন আহত হয়। আহতদের পাইকগাছা হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেয়া হয়েছে। 

উপজেলা আ’লীগের সভাপতি গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব রশীদুজ্জামানের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এ্যাডঃ ফরিদ আহমেদ। উপস্থিত ছিলেন, পাইকগাছা পৌরসভা মেয়র সেলিম জাহাঙ্গীর, পৌর আ’লীগের আহবায়ক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। 

বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সদস্য আনোয়ার ইকবাল মন্টু, চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কে,এম, আরিফুজ্জামান তুহিন, আবুল বাশার বাবুল সরদার, মহাসিনুর রহমান, আনন্দ মোহন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, নাজমা কামাল, মাসুমা খাতুন, ময়না খাতুন, লিপিকা ঢালী প্রমুখ। 

বর্ধিত সভায় আলোচনার এক পর্যায়ে যারা উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক তাদের কাছ থেকে দরখাস্ত নিয়ে আজ মঙ্গলবার বিকাল ৩টায় জেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভায় উপস্থাপন করা হবে বলে প্রধান অতিথি জানিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীর মধ্যে গাজী মোহাম্মদ আলী, রশীদুজ্জামান, আনোয়ার ইকবাল মন্টু, আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলালীগের সাবেক আহবায়ক মোছাঃ নাজমা কামাল, মাসুমা খাতুন, ময়না খাতুন, শেখ জুলি, ফাতেমাজ্জোহরা রূপা ও লিপিকা ঢালী। ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, আলহাজ্ব মুজিবুর সানা, উপজেলা আ’লীগের সদস্য শিহাব উদ্দীন ফিরোজ বুলু, শেখ ইকবাল হোসেন খোকন, এস,এম, সামছুর রহমান, মিজানুর রহমান মিজান, সুকৃতি মোহন সরকার, দেবব্রত রায় দেবু, আলহাজ্ব শেখ হারুনার রশিদ হিরু। আবুল কালাম আজাদের সমর্থকরা জানিয়েছেন, আবুল কালাম আজাদের পক্ষে মিছিল চলাকালে রশীদুজ্জামান সমর্থকরা পাইকগাছা সরকারি কলেজের সামনে বেধড়ক মারপিট করে ওহাব, লিটন, হাসান ও বাবলু আহত হয়। ওহাব ও লিটনকে পাইকগাছা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।