Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দেশের দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন খেলাধুলা

দেশের দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন

জাতীয় অ্যাথলেটিক্সে গতবারের চ্যাম্পিয়ন হাসান মিয়াকে পেছলে ফেলে সেরা হয়েছেন প্রথমবার এই ইভেন্টে নামা মোহাম্মদ ইসমাইল। আর মেয়েদের ১০০ মিটারে মুকুট ধরে রেখেছেন শিরিন আক্তার।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে বৃহস্পতিবার ১০ দশমিক ২৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ইসমাইল আর গতবার ১০ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হওয়া হাসান এবার হয়েছে দ্বিতীয়।

মেয়েদের বিভাগে সেরা হওয়া শিরিন ১১ দশমিক ৮০ সেকেন্ডে দৌড় শেষ করেন আর গতবারের মতো এবারও দ্বিতীয় হওয়া সোহাগী আক্তার দৌড় শেষ করেন ১১ দশমিক ৯০ সেকেন্ডে। গত বছরও সোহাগী আক্তার হয়েছিলেন রানারআপ। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন সেনাবাহিনীর অ্যাথলেট শরিফা খাতুন। তিনি সময় নেন ১২.৩০ সেকেন্ড।

তবে এবারও হ্যান্ড টাইমিংয়ে প্রতিযোগিতা হওয়ায় হতাশা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।