Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

​ রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত রাজশাহী

​  রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

 
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জামাল উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
 
নিহত জামাল গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
 
স্থানীয়রা জানান, বুধবার রাতে জামালসহ কয়েকজন মিলে সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫-বিএসএফ এর চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জামাল মারা যান। এ সময় সঙ্গে থাকা কয়েকজন রাখাল মরদেহ নিয়ে পালিয়ে আসেন।
 
বিজিবির সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সুলতান মোল্লা জানান, নিহত জামালসহ বেশ কয়েকজন অবৈধভাবে রাতে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। ফেরার পথে বিএসএফের গুলিতে জামাল নিহত হন। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।