Opu Hasnat

আজ ২৩ ফেব্রুয়ারী রবিবার ২০২০,

ব্রেকিং নিউজ

সোবহানীঘাট ইয়াবাসহ আ.লীগ নেতা গ্রেফতার সিলেট

সোবহানীঘাট  ইয়াবাসহ আ.লীগ নেতা গ্রেফতার


সিলেট নগরের সোবহানীঘাট এলাকা থেকে আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ ওরফে কালা ফারুকসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২১ জানুয়ারি) নগরের সোবহানীঘাটের সুগন্ধা পার্সেল সার্ভিস নামের একটি অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কালা ফারুক সিলেট সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।

ফারুকের সঙ্গে গ্রেফতার আরও দু’জন হলেন, ফেরদৌস আহমেদ বাবলু (৪৩) ও মো. ফজলুল হক (৪৩)। এ সময় আটকদের কাছ থেকে ১১২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তারা সিলেট জেলার জকিগঞ্জের সীমান্ত দিয়ে ইয়াবা সংগ্রহ করে সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদক সেবীদের কাছে বিক্রি করতেন। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।