Opu Hasnat

আজ ২৩ জুলাই মঙ্গলবার ২০১৯,

বিয়ের পিঁড়িতে সঙ্গীত শিল্পী সালমা বিনোদন

বিয়ের পিঁড়িতে সঙ্গীত শিল্পী সালমা

দ্বিতীয় বিয়ের ব্যাপারে মুখ খুললেন ক্লোজআপ তারকা খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী আক্তার সালমা। ১৭ জানুয়ারি গণমাধ্যমকর্মিদের ডেকে নিজেই এই খুশির সংবাদ জানালেন।

সম্প্রতি জানা গিয়েছিল, বিয়ে করতে যাচ্ছেন লালনকন্যা খ্যাত এই গায়িকা। কিন্তু সালমা নিজেই জানালেন, বিয়ে করে ফেলেছেন তিনি।

২০১৮ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তার। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় ডেকে গণমাধ্যমকর্মীদের হাসিমুখে এই খবর জানালেন সালমা। নতুন জীবনের জন্য দোয়াও চাইলেন।

সালমা জানান, তা বরের নাম এ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর। তিনি ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে। পেশায় ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট। তবে বর্তমানে বার অ্যাট ল’ সম্পন্ন করতে অবস্থান করছেন যুক্তরাজ্যে। শেষ করে চার মাসের মধ্যে দেশে ফেরার কথা। তখনই হবে বিবাহোত্তর আনুষ্ঠানিকতা।

নতুন সম্পর্ক সম্পর্কে সালমা জানান, দুই পরিবারের দেখাদেখির ভিত্তিতে বিয়ে করেছি আমরা। তবে বিয়ের আগে আমি স্বামীর সঙ্গে কথা বলেছি। শুনেছি, আমার গান করাটা তা পছন্দ কি না। সে জানিয়েছে এতে তার কোনো আপত্তি নেই। তার পরিবারের সাথেও আলাপ করেছি। তাদের মধ্যেও আমার গান নিয়ে আগ্রহ দেখেছি। সব মিলিয়েই আমরা নতুন জীবনের সিদ্ধান্তটা নিয়েছি। সবার দোয়ক চাই যেন সুখী হই।'

এদিকে আইন বিষয়ে পড়তে সালমাও চলতি বছরেই যুক্তরাজ্যে যাবেন বলে জানান। বর্তমানে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে অনার্স করছেন। আইন পড়াশোনা, নতুন সংসার ও মেয়ে, সব গুছিয়েও গানকে সঙ্গী করেই পথ চলার প্রত্যয় ব্যক্ত করলেন সালমা।