Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

ঝালকাঠিতে চাকরীর প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে মার্কেন্টাইল ঝালকাঠি

ঝালকাঠিতে চাকরীর প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে মার্কেন্টাইল

যোগদান করলেই আকর্ষণীয় বেতন, নানান সুযোগ-সুবিধা দেয়া হবে শুধু জামানাত দিতে হবে ৫ হাজার টাকা এমনভাবে তরুণ-তরুণীদের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে বেসরকারী সংস্থা মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী।

গত ৩ মাস আগে চাকরী দেয়ার কথা বলে ৫ হাজার টাকা জামানত নিয়ে বেতন ভাতা না দেয়ায় শনিবার সকাল ১২ টার দিকে প্রতারণার শিকার ঝালকাঠির ৬৫ জন তরুণ-তরুণী নতুন কলেজ রোডস্থ অফিসের সামনে উপস্থিত হয়। তখন অফিস তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। জামানত গ্রহণকারী অফিসার জাকির এবং সাফিন’র দেখা পায়নি বেতন প্রত্যাশীরা। বেতন প্রত্যাশীরা অফিসার সাফিনকে ফোন করলে সাফিন বলেন, আমি কিছু জানিনা আর আমি কখনও ঝালকাঠি আসিনি। সাফিন এর পরিচয় জানতে চাইলে সে নিজেকে উকিল-সাংবাদিক দিয়ে উল্টো মামলার হুমকি দেয়। এব্যাপারে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করেছে ক্ষতিগ্রস্তরা।