Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

চিতলমারীতে স্বামীকে বাঁচাতে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বাগেরহাট

চিতলমারীতে স্বামীকে বাঁচাতে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাটের চিতলমারীতে পিতার দায়ের করা মিথ্যা মামলা থেকে স্বামীকে বাঁচাতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী লামইয়া (১৮)। সোমবার বিকাল ৩ টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাটরপাড়া গ্রামের মোঃ জাবির বিশ্বাসের স্ত্রী ও গাজিপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানিয়া গ্রামের মোঃ নুরুল আলমের কন্যা লামইয়া। 
 
লিখিত বক্তব্যে গৃহবধূ লামইয়া সাংবাদিকদের জানান, প্রেমের সুবাদে গাজীপুর কোর্টের মাধ্যমে গার্মেন্ট ব্যবসায়ী মোঃ জাবির বিশ্বাসের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিবাহের বিষয়টি লামইয়ার পিতা মোঃ নুরুল আলম মেনে না নিয়ে তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন ও বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করে আসছেন। একই সাথে তার পিতা জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটানোর অপঃচেষ্টা করেছেন। বর্তমানে লামইয়ার ভাই তানভির আহম্মেদ ও আত্মীয় স্বজনদের হুমকিতে তার স্বামী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তারা বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সাংবাদিকদের জানান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লামইয়ার স্বামী মোঃ জাবির বিশ্বাস ও শাশুড়ি রোকেয়া বেগম।