Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

গরু নিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আড়ং উৎসব ফরিদপুর

গরু নিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আড়ং উৎসব

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের বিশাই মাতুব্বরের ডাঙ্গীর ধু ধু পদ্মা নদীর চরে অনুষ্ঠিত হলো গরু নিয়ে ব্যতিক্রমধর্মী গরু আড়ং উৎসব। 

পৌষ সংক্রান্তী উপলক্ষে গরুর রশি ছেড়ার মধ্য দিয়ে এই আনন্দ মেলা (আড়ং) রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবকে ঘিড়ে বিশাই মাতুব্বরের ডাঙ্গীর পদ্মা পাড়ের কয়েক হাজার নারী-পুরুষ থেকে শুরু করে কিশোর-কিশোরীদের মিলন মেলায় পরিনত হয়। উৎসবের  প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রমান চৌধুরী নিক্সন।  

পদ্মার এই চরে গত ৫ বছর ধরে এলাকাবাসীর উদ্যোগে গরুর আড়ং উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। 

হরিরামপুর ইউনিয়নের মানুষ বছরের দুটি ঈদের পরে তাদের সবচেয়ে বড় উৎসব হিসেবে মনে করেন এই গরুর আড়ংকে। এতে যে গরুটি তার রাগ যত বেশি প্রদর্শণ করবে ও যত দ্রুত গরুর গলায় বাধা দড়ি গাছে বেঁধে দেওয়ার পর ছিড়ে চলে যেতে পারবে তাকেই পুরুষ্কৃত করা হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত প্রায় শতাধিক গরু ও তার মালিক এবং সমর্থকেরা অংশ নেন। এতে বিজয়ী তিনজন গরুর মালিককে ২১ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে দেওয়া হয়।