Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

কুমিল্লায় ১৬ রোহিঙ্গা আটক কুমিল্লা

কুমিল্লায় ১৬ রোহিঙ্গা আটক

কুমিল্লায় শিশুসহ ১৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। পরে আটকদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া বাজারে যানবাহনের জন্য একদল রোহিঙ্গা অপেক্ষা করছে- এমন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এসআই বাবুল হোসেনসহ এক দল পুলিশ সেখানে গিয়ে শিশুসহ ১৬ জন রোহিঙ্গাকে আটক করে।

আটকরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নোয়াপাড়া গ্রামের মৃত সুলতান আহাম্মদের স্ত্রী হামিদা বেগম (৬০), মৃত বারু মিয়ার ছেলে ছাব্বির আহাম্মদ (৩০), ছাব্বির আহাম্মদের স্ত্রী হাছিনা বেগম (৩০), ছাব্বির আহাম্মদের ৪ ছেলে মো. জাবেদ (১২), মো. ছাবের (১০), মো. আব্দুল মজিদ (৬), মো. ছাদেক (২), আব্দুল সালামের ছেলে হামিদ নুর (২৫), হামিদ নুরের স্ত্রী নুর ফাতেমা বেগম (২৩), হামিদ নুরের দুই ছেলে ওমর ফারুক (৩), খৈয়ম নুর (১), মো. রফিকের স্ত্রী নুর হাবা (২৮), ছেলে আব্দুল রহিম (১০), মেয়ে শাহিদা আক্তার (৫) ও মৃত. আব্দুল খালেকের ছেলে মো. ইসমাইল (৬)।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্র জানায়, আটকদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।