Opu Hasnat

আজ ২২ জানুয়ারী মঙ্গলবার ২০১৯,

বুড়িগঙ্গা নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার রাজধানী

বুড়িগঙ্গা নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের বয়স আনুমানিক ‍২২ থেকে ২৫।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকা ও ফরাশগঞ্জ ঘাট বরাবর মাঝ নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ জানান, মিরেরবাগ এলাকা থেকে উদ্ধারকৃত মরদেহের পরনে ছিল কালো সোয়েটার। তার পায়ের পাতা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে ফরাশগঞ্জ ঘাট থেকে উদ্ধার হওয়া মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহের পরনে ছিল কালো প্যান্ট।

তিনি আরো জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।