Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ নিজেদের ব্যবহারকারীদের আরও বেশি সুরক্ষা দেওয়ার জন্য ক্রমাগত কাজ করে চলেছে। তারই জের ধরে এবার নিজেদের সিস্টেমে ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশনের সুবিধা নিয়ে আসতে চলেছে এই সংস্থা, তেমনই জানা যাচ্ছে হোয়াটসঅ্যাপের একটি ফ্যান সাইটের রিপোর্ট অনুযায়ী।

রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ নাকি ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করেছে। কাজ এগিয়েও গেছে বেশ কিছুটা। এই উপায় চালু হলে একজনের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিছুতেই আর তার আঙুলের ছাপ ছাড়া অন্যকোন উপায়ে খোলা যাবে না। ফলে আরও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত তথ্য।

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে গিয়ে এই ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশনের অপশনটি পাওয়া যাবে বলে জানানো হয়েছে। পুরো অ্যাপটিই সুরক্ষিত হওয়ায় আর নতুন করে কোন ‘চ্যাট’ লক করারও প্রয়োজন পড়বে না বলে মনে করা হচ্ছে।