Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার ২০২০,

ডেমরায় দুই শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন ঢাকা

ডেমরায় দুই শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাজধানীর ডেমরায় দুই শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলকাবাসী। ডেমরা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডেমরা স্টাফকোয়ার্টার  এর হাজী হোসেন প্লাজার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানবন্ধনে এলাকার আশেপাশের স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নিয়ে শিশু দোলা ও নুসরাতের খুনীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।


 
এঘটার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ বুধবার আজিজুল ও মুস্তফা নামে দুজনকে গ্রেফতার করেন। 

শিশু দুটিকে হত্যার আগে তাদের ধর্ষণের চেষ্টা করা হয়। তখন চিৎকার করলে গলায় গামছা পেছিয়ে তাদের হত্যা করা। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের উপকরণ, ক্যাসেট প্লেয়ার ও গামছা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত সোমবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ডেমরার কোনাপাড়ার একটি কক্ষের খাটের নিচ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দুই শিশুর নাম নুসরাত (৪) ও ফারিয়া আক্তার দোলা (৫)। শিশু দুটি ওই এলাকায় তাদের নিজ পরিবারের সঙ্গেই থাকতো। নুসরাতের বাবার নাম পলাশ ও দোলার বাবার নাম ফরিদুল।