Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

পাইকগাছায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহা-মহোৎসব পালিত খুলনা

পাইকগাছায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহা-মহোৎসব পালিত

পাইকগাছায় সৎসঙ্গ বিহারের উদ্যোগে ব্রহ্মমুহূর্তে নহবত, ঊষাকীর্তন, সমবেত প্রার্থনা, অর্ঘ্যাঞ্জলী প্রনাম, প্রসাদ বিতরণ, সঙ্গীতানুষ্ঠান, সৎসঙ্গী সম্মেলন, মাতৃসম্মেলন ও সাধারণ সভা সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১তম  জন্ম মহা-মহোৎসব পালিত হয়েছে।

সোমবার সৎসঙ্গ বিহার সংলগ্ন বালু মাঠে অঞ্জলী রানী পায়েলের সভাপতিত্বে মাতৃসম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরার জ্যোৎস্না বিশ্বাস। আলোচক ছিলেন, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা তপতি রায়, শৈবালিনি হালদার, ফাল্গুনী মুখার্জী, মালঞ্চ দেবনাথ, সুমিতা বিশ্বাস, রীরা রানী ও লক্ষী রানী। সৎসঙ্গ বিহারের ইনচার্জ শঙ্কর চক্রবর্তী এসপিআর- এর সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, সৎসঙ্গ বাংলাদেশের সদস্য সুব্রত রায় এসপিআর। প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রামের চন্দন ভট্টাচর্য। আলোচক ছিলেন, বিধান চন্দ্র মন্ডল এসপিআর, যতীন্দ্রনাথ বিশ্বাস, অরবিন্দ সরকার এসপিআর, পরিমল চন্দ্র মন্ডল এসপিআর, বিমল কৃষ্ণ এসপিআর, গৌতম ঘোষ এসপিআর। অতিথি ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, শিক্ষক প্রদীপ শীল, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, এ্যাডঃ শিবু প্রসাদ সরকার, কাকন মজুমদার, প্রভাষক সুফল মন্ডল। শেষে ঈষী রানী স¤প্রদায়ের পরিচালনায় মিলন মজুমদার কর্তৃক লীলাকীর্তনের মধ্য দিয়ে দিনব্যাপী জন্ম মহা-মহোৎসব সম্পন্ন করা হয়।