Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সুন্দরগঞ্জে শৈত্য প্রবাহে কাঁপছে মানুষ গাইবান্ধা

সুন্দরগঞ্জে শৈত্য প্রবাহে কাঁপছে মানুষ

উত্তরের হিমেল হাওয়ায় ও অবিরাম শৈত্য প্রবাহে কাঁপছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মানুষজন।সাত দিন থেকে শৈত্য প্রবাহ অব্যাহত থাকায় শীতে কাপছে সুন্দরগঞ্জবাসী। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সর্বত্রই। শীত নিবারণের জন্য গরম কাপড়ের দোকানগুলোতে উপছে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তাপমাত্রা নেমে আসার পাশাপাশি প্রচন্ড হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা অচল হয়ে পড়েছে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা।

এতে নাকাল হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থা চলতে থাকায় দিনের বেলায়ও তেমন সূর্যের মুখ দেখা যাচ্ছে না। প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশার কারনে খেটে খাওয়া মানুষ বিশেষ করে ভ্যান-রিক্সা শ্রমিক ও কৃষক- কৃষানীরা কর্মহীন হয়ে পড়ে মানবেতর জীবন যাপন করছেন। শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। এছাড়া শীতকালিন ফসল সরিষা, গম, আলু, বেগুন, পিয়াজ, মরিচ ও বোরো ধানের বীজতলায় শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এদিকে উপজেলার চরা লের জনগণ শীতের দাপটে কাবু হয়ে পড়েছেন। অনেকেই রান্নার চুলায় অথবা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী জানান, উপজেলায় শীতার্ত মানুষের জন্য ৬ হাজার ৫০০ পিস কম্বল বরাদ্দ পাওয়া গেলে তা বিতরণের জন্য সংশ্লিষ্ট ১৫ ইউনিয়নের চেয়ারম্যানদের নিকট প্রেরণ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।