Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

পর্দা উঠলো বিপিএল ষষ্ঠ আসরের খেলাধুলা

পর্দা উঠলো বিপিএল ষষ্ঠ আসরের

পর্দা উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল এর ষষ্ঠ আসরের। শনিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ষষ্ঠ এই আসরের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

উদ্বোধনী ম্যাচে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস। বিকেলে আরেকটি ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও ঢাকা ডায়নামাইটসও। ম্যাচটি শুরু হবে বিকাল ৫টা ২০ মিনিটে।

এবারের ষষ্ঠ আসরে নতুনভাবে সংযোজিত হয়েছে অনেক কিছুই। তারকা ক্রিকেটারের উপস্থিতির দিক থেকে আগের আসরকে টেক্কা দিয়েছে এবারের আয়োজন। এবারই প্রথম ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকছে বিপিএলে। থাকছে স্টাম্পিং, রানআউটের মতো সিদ্ধান্ত নিতে সুবিধার জন্য এলইডি বেল প্রযুক্তিও।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম মেনে এবার বিপিএল সম্প্রচার কাজেও থাকছে ২৬ থেকে ৩০টি ক্যামেরা। মাঠের ক্রিকেট ব্রডকাস্টিং প্রডাকশনে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে স্পাইডার ক্যামেরাও। এছাড়াও থাকবে ড্রোন ক্যামেরা।