Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

দামুড়হুদায় বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বারী হক নিহত চুয়াডাঙ্গা

দামুড়হুদায় বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বারী হক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আব্দুল বারেক ওরফে বারী হক (৪০) নিহত হয়েছে। এসময় আহত হন দামুড়হুদা মডেল থানার ওসি তদন্তসহ চার পুলিশ কর্মকর্তা।বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১টার দিকে উপজেলার মোক্তারপুরের নলডাঙ্গা মাঠে গুলি বিনিময়ের সময় আহত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে এক বস্তা ফেনসিডিল, ১টি পাইপ গান, ২ রাউন্ড কার্টুজ, ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ। গুলিবিদ্ধ হয়ে নিহত অব্দুল বারেক ওরফে বারী হক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার মিশনপাড়ার মৃত আব্দুল গণির ছেলে। 

দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার শেখ রাজিব-আল রশিদ জানান, বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে ভারত থেকে পাচার করে আনা ফেনসিডিলের চালান দেশের অভ্যন্তরে নেয়া হবে। এমন খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে থানা অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসের নেতৃত্বে থানার অফিসারসহ একদল পুলিশ মোক্তারপুর গ্রাম সংলগ্ন নলডাঙ্গা মাঠের রাস্তার পাশে অবস্থান নেয়। রাত ১টার দিকে মাদক পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায় । প্রায় আধা ঘণ্টা ধরে ৮/১০ রাউন্ড গুলি বিনিময়ের এক পর্যায়ে  মাদক পাচারকারীরা পিছু হটে। ঘটনাস্থল থেকে এক বস্তা ফেনসিডিল ও বেশকিছু অস্ত্রশস্ত্রের পাশাপাশি গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ সময় স্থানীয়রা তাকে দেখে শনাক্ত করে জানায়, গুলিবিদ্ধ ব্যক্তি এলাকার চিহ্নিত মাদককারবারি আব্দুল বারী হক।

অপরদিকে, গুলি বিনিময়ের সময় আহত হন দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত গাজী শামীম রহমান, এসআই রাজিব আল রশীদ, এসআই শামসুল হক ও এসআই রাম প্রসাদ। আহতের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।