Opu Hasnat

আজ ১৭ জুলাই বুধবার ২০১৯,

মাগুরা জেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন মাগুরা

মাগুরা জেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন

আজ মাগুরায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মো: আলী আকবর আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্ধোধন করেন। 

জেলা শিক্ষা অফিস আয়োজিত এই বই উৎসবে শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক জানান, চলতি শিক্ষাবর্ষে মাগুরা জেলায় প্রাথমিক পর্যায়ে ১ লক্ষ ১৯ হাজার ১২৬ জন শিক্ষার্থীদের মাঝে ৫ লক্ষ পাঠ্যপুস্তক ও মাধ্যামিক পর্যায়ে ১৪ লক্ষ ৫৫ হাজার ২৭৪ পাঠ্যপুস্তক বিনামূল্যে আজ সরবরাহ হচ্ছে। সরকারের গৃহীত এই কর্মসূচির ফলে বছরের প্রথম দিনেই পাঠ্যপুস্তক হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত।