Opu Hasnat

আজ ৭ জুলাই মঙ্গলবার ২০২০,

মালয়েশিয়ায় জাহাজ ডুবে বাংলাদেশি নিহত প্রবাস

মালয়েশিয়ায় জাহাজ ডুবে বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকা জোহর এর কোতা তিংগী নামক জায়গায় একটি মালবাহী জাহাজ ডুবে গেছে ৷ এ ঘটনায় এক বাংলাদেশি ও এক চীনা নাগরিক প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও এক বাংলাদেশি৷

দেশটির জোহর মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) এর পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল মেরিটাইম আমিনউদ্দিন আব্দুল রশীদ জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২ টার সময় এ দুর্ঘটনা ঘটে ৷ নিহত হওয়া দুইজনের মরদেহ ওইদিন সন্ধ্যা ৭:৪৫ মিনিটে উদ্ধার করেছে ৷

এক বিবৃতিতে আব্দুল রশীদ বলেন, নিখোঁজ হওয়া আরো বাংলাদেশি ক্রু সদস্য জাহাজে আটকা পড়েছে এমন সন্দেহে তৃতীয় দিনের মতো আমরা সন্ধান চালিয়েছি ৷ টিআইআর এলাকাটি তিমুর তানজুং এবং তানজুং সেপাঙ্গের জলের মধ্যে ১২০ বর্গ নটিক্যাল মাইল এলাকা নিয়ে বিস্তৃত ৷ ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পাশাপাশি তানজুং সেপাং এবং তানজুং পেনওয়ারের প্যান্টাই তানজুং পাংগাইয়ের উপকূলীয় এলাকায়ও অনুসন্ধানের চেষ্টা চালান হবে।’