Opu Hasnat

আজ ২১ অক্টোবর সোমবার ২০১৯,

মালয়েশিয়ায় জাহাজ ডুবে বাংলাদেশি নিহত প্রবাস

মালয়েশিয়ায় জাহাজ ডুবে বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকা জোহর এর কোতা তিংগী নামক জায়গায় একটি মালবাহী জাহাজ ডুবে গেছে ৷ এ ঘটনায় এক বাংলাদেশি ও এক চীনা নাগরিক প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও এক বাংলাদেশি৷

দেশটির জোহর মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) এর পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল মেরিটাইম আমিনউদ্দিন আব্দুল রশীদ জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২ টার সময় এ দুর্ঘটনা ঘটে ৷ নিহত হওয়া দুইজনের মরদেহ ওইদিন সন্ধ্যা ৭:৪৫ মিনিটে উদ্ধার করেছে ৷

এক বিবৃতিতে আব্দুল রশীদ বলেন, নিখোঁজ হওয়া আরো বাংলাদেশি ক্রু সদস্য জাহাজে আটকা পড়েছে এমন সন্দেহে তৃতীয় দিনের মতো আমরা সন্ধান চালিয়েছি ৷ টিআইআর এলাকাটি তিমুর তানজুং এবং তানজুং সেপাঙ্গের জলের মধ্যে ১২০ বর্গ নটিক্যাল মাইল এলাকা নিয়ে বিস্তৃত ৷ ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পাশাপাশি তানজুং সেপাং এবং তানজুং পেনওয়ারের প্যান্টাই তানজুং পাংগাইয়ের উপকূলীয় এলাকায়ও অনুসন্ধানের চেষ্টা চালান হবে।’