Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০১৯,

ব্যারিস্টারি পড়তে ইউকেতে যাচ্ছি -সালমা বিনোদন

ব্যারিস্টারি পড়তে ইউকেতে যাচ্ছি -সালমা

এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা তার ব্যারিস্টার হওয়ার স্বপ্নের কথা জানিয়েছিলেন অনেক আগেই। নিয়মিত গানগাওয়ার পাশাপাশি পড়া লেখাটাও চালিয়ে যাচ্ছেন ঠিক মতই। রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ালেখা করছেন। আগামী বছর ইউকেতে পড়তে যাওয়ার ইচ্ছে তার।

ব্যারিস্টার হয়ে ওঠার পরিশ্রমটা মোটেও কম নয়। এই ডিগ্রী পেতে হলে ইংল্যান্ডে নয় মাসের একটি ‘বার প্রফেশনাল ট্রেনিং কোর্স’ (সংক্ষেপে বিপিটিসি) করতে হয়। এই কোর্সের সফল সমাপ্তি শেষে পাওয়া যায় ইংল্যান্ড বার কাউন্সিলের স্বীকৃতি ও সনদ। ইংল্যান্ড বার কাউন্সিলের সেই সনদ পাওয়ার লক্ষেই এগিয়ে চলেছেন এই গায়িকা। 

শুক্রবার বিকেলে তিনি বলেন, ‘কোথাও কোথাও সংবাদ প্রকাশ হয়েছে আমি যুক্তরাষ্ট্রে ব্যারিস্টারি পড়তে যাচ্ছি। আসলে যুক্তরাষ্ট্রে না আমি পড়তে গেলে ইউকেতে যাবো। বর্তমানে ঢাকায় বিপিবি ইউনিভার্সিটিতে আইনে পড়ছি আমি। সেকেন্ড ইয়ার শেষ হয়েছে। ফলাফল প্রকাশ হলে সিদ্ধান্ত নিব দেশের বাইরে যাওয়ার।’