Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০১৯,

অসুস্থ হয়ে পড়েছেন কাদের খান বিনোদন

অসুস্থ হয়ে পড়েছেন কাদের খান

বলিউড অভিনেতা কাদের খান, বর্তমানে ছেলে সরফরাজ খানের সঙ্গে কানাডায় বসবাস করছেন তিনি। এক সময়ের রুপালি পর্দার দাপুটে এ অভিনেতা অসুস্থ অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি আছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছেন কাদের খান। অনেকদিন সাধারণ ভেন্টিলেশনে ছিলেন ৮১ বছর বয়সি এ অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিশেষ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। এ অভিনেতার নিউমোনিয়া হওয়ার আশঙ্কাও করছেন চিকিৎসকরা। বর্তমানে তার চেতনা থাকলেও শুধু ইশারায় কথা বলছেন তিনি। শরীর নড়াচড়া করতে পারছেন না। তিনি প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসিতে আক্রান্ত বলে মনে করা হচ্ছে। 

এ রোগের কারণে রোগী চলাফেরা করতে পারেন না, ধীরে ধীরে তার স্মৃতিশক্তি ও শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন বলে জানা গেছে।