Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মালিপাখি’র একগুচ্ছ ছড়া/কবিতা শিল্প ও সাহিত্য

মালিপাখি’র একগুচ্ছ ছড়া/কবিতা

শ্রীমান টেপু 

দোয়েল, ফিঙে 
সবাই ভালো !
মোষের শিঙে 
চাঁদের আলো !!

মাটির বাড়ি,
কাঠের ঘোড়া !
টিনের গাড়ি,
বেতের মোড়া !!

পোলাও, পুরি 
পায়েস, রুটি !
বাদাম, মুড়ি 
গাজর, ফুটি !!

ডাকাত রে রে --
পাতার ভেঁপু !
বাজায় কেরে  ?
শ্রীমান টেপু !!

*******

ঠিক যেখানে

পুনু পুনু কোথায় পুনু ? ওইতো কবি ডাকো !
এপার ওপার মাঝখানে সেই রূপসা নদীর সাঁকো !

রঙ নেমেছে হরিণ ক্ষেতে ডাকছে কি এক পাখি 
আপন মনে চাঁদের আলোয় একলা জেগে থাকি !

শিউলি পাতা দুলছে কিযে চারটি জবার কুঁড়ি 
বলছে আবার চলনা সবাই ওড়না হয়ে উড়ি !

আয়তো খেলি চু কিত কিত খেলতে খেলতে শেষে ;
ছড়িয়ে যাবো আমরা আবার মেঘনা মেঘের দেশে !

হারিয়ে যাবো আমরা আবার সবুজ টিলার ঘাসে 
ঠিক যেখানে জলছবি ঘর নাচতে নেমে আসে !
    
       **************

বাড়ি

রূপসা নদীর সাঁকো !
বললে ও ভাই  আজ সারাদিন  আমায় তুমি আঁকো !

যেই এঁকেছি নদীর দু কুল, যেই এঁকেছি পাখি,
অমনি দেখি হাজার নাচের রাখী --- !

ভালোবাসার ফুল হয়ে সব বললে কাছে এসে  !
আজ চলো যাই নতুন গানের দেশে   -- !

দেশ মানে কি আকাশ, নাকি যা  খুশি হয় ডাকো ? 
আলো আশার হাত দুটিকে বুকের ওপর রাখো  !

হাতছানি দেয় রূপকথা আর তাল তমালের সারি !
সেইতো আমার ধান পতাকা বাড়ি  ---  !

      *****************

মোহর দুপুর ঝরে 

আসুন রাজা বসুন বসুন 
আমার কুটির ঘরে !
পাতায় আঁকা টাপুর-টুপুর,
মোহর দুপুর ঝরে  !!

হৃদয় জুড়ে রঙিন পালক,
খুশির পরাগ নাচে !
বাতাস যেন খবর পাঠায় 
আতাই পুরের কাছে !!

নাচের সুরে পাতাই পুরের 
পলাশ, পারুল, জবা !
কেবল সুখে বাজায় সেতার 
ঝালোর দোলায় সভা !!

আসুন রাজা বসুন বসুন 
আমার কুটির ঘরে !
পাতায় আঁকা  টাপুর-টুপুর,
মোহর দুপুর ঝরে!!

***********

চোখ

তোকে শুধু খুঁজি -- নাম কিরে তোর  ?
চোখে শুধু জাগে --  কানামাছি ভোর  !

ডানা মেলে ওড়ে মোনালিসা চাঁদ --- 
ঘামে ভেজা দেহ । দেহে লোনা স্বাদ!

চোখে আঁকা আশা আলা পালা মন।
পথে ছোটে ঘোড়া -- তোড়া বাজে শোন!

নাচে বনপথ। পাখিদের দেশ।
আলা পালা মনে ভালো আছি বেশ।

আঁকা বাঁকা নদী । মাঝি তরী বায় -- !
যাবি যদি চাঁদে  --  তবে কাছে আয়  !

অবারিত হৃদি ! নাম কিরে তোর  ?
আমি ভালোবাসি বুকে নিতে ভোর !

বুকে জলধারা -- নাচে তারাচোর !
বয়ে চলে খনা -- বয়ে চলে খোড়  -- !

প্রজাপতি ওড়ে ---  ওড়ে বুনোহাঁস -- !
ওরা জবা বাড়ি !  ওরা বেলি মাস   !

খেলি কত খেলা  --  কত কিযে হই  -- !
তোকে ছেড়ে আমি,  তোকে খুঁজি সই  !

        **************