Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

পশ্চিমবঙ্গে সন্মাননা পেলেন বরেণ্য কবি ও সংগঠক সৈয়দা রুখসানা জামান শানু শিল্প ও সাহিত্য

পশ্চিমবঙ্গে সন্মাননা পেলেন বরেণ্য কবি ও সংগঠক সৈয়দা রুখসানা জামান শানু

দেশ ও মানুষকে বাঁচানোর মন্ত্রই হচ্ছে কাব্য আর জাতির পুষ্টি হচ্ছে সাহিত্য। শোক-দুঃখ, অব্যক্ত যন্ত্রণা, মর্মঘাতী ব্যঙ্গের এমন সব কবিতা রচনা করে বাংলাদেশের বরেণ্য কবি সৈয়দা রুখসানা জামান শানু বারবার নন্দিত হয়েছেন মানুষের কাছে। কালো শক্তির বিপক্ষে রচনা করেছেন অসংখ্য কাব্য। তাঁর এমন সব রচনায় কুড়িয়েছেন অসংখ্য সন্মাননা। গত ১০ ডিসেম্বর’ ২০১৮খ্রি: জেলার আলিপুরদুয়ারে কোচবিহার জেলা সংগঠন অঙ্কুরোদগম ও লৌকিকের আয়োজনে এবং রেবা মিত্র মেমোরিয়াল কালচারাল ট্রাস্টের সৌজন্যে টাউন ব্যবসায়ী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হলো দু’বাংলার বরেণ্য কবিদের সন্মাননা প্রদান অনুষ্ঠান। 

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বরেণ্যে কবি ও সংগঠক, সম্পাদক-প্রকাশক ও গবেষক সৈয়দা রূখসানা জামান শানুকে উত্তরীয় পরিয়ে সন্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দু'বাংলার বরেণ্য কবিদের মধ্যে লোককথা সাহিত্যিক প্রমোদ নাথ, কথা সাহিত্যিক ডক্টর সঞ্চিতা দাস চাকী, অর্ঘ্য মিত্র, কংক মূখার্জি, আলম আরা জুঁই, কল্যানী,  কথাসাহিত্যিক বাসু দত্ত, কথাসাহিত্যিক  অঞ্জনা দে ভৌমিকসহ আরো অনেকে।