Opu Hasnat

আজ ২৫ মার্চ সোমবার ২০১৯,

গোয়ালন্দে বাস চাপায় শিশুর মৃত্যু নারী ও শিশুরাজবাড়ী

গোয়ালন্দে বাস চাপায় শিশুর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগতির বাস চাপায় বৈশাখী আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলের পাড়া গ্রামের রমজান সরদারের মেয়ে। শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বৈশাখী দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পাড় হচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত গতির সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি পারভেজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দায়ী বাসটিকে আটক করা হলেও বাসের চালক পালিয়ে গেছে।