Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

সুন্দরগঞ্জে মহাজোট প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা গাইবান্ধা

সুন্দরগঞ্জে মহাজোট প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মোঃ আনিসুর রহমান আগুন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জাপা (এ) মনোনীত মহাজোট প্রার্থী সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে এলাকার সার্বিক উন্নয়নের ৩১টি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

শুক্রবার ড. এমআই পাটোয়ারী কৃষি ইনিষ্টিটিউট হলরুমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নিজ নির্বাচনী এলাকার জন্য ইশতেহার ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন-মহাজোটের শরীক দল উপজেলা আ’লীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক,উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপা সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, আ’লীগের যুন্ম আহবায়ক রেজাউল আলম রেজা, সাজেদুল ইসলাম, মেহেদী মোস্তফা মাসুম, রামজীবন ইউনিয়ন জাপা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম এনামুল হক মন্টু প্রমূখ। 

ইশতেহারে প্রার্থী বলেন- আমি পুনরায় নির্বাচিত হলে, সন্দরগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ, ধুবনী কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রকে পুনাঙ্গ থানায় রুপান্তর, শোভাগঞ্জে ব্যাংক পুনঃ স্থাপন, সুন্দরগঞ্জকে মাদক মুক্ত করা, সুন্দরগঞ্জ পৌরসভা, বামনডাঙ্গা, শোভাগঞ্জ, পাঁচপীর বাজারকে মডেল টাউন হিসেবে ঘোষনা করে পর্যায়ক্রমে স্যাটেলাইট সিটি হিসেবে রুপান্তর, পৌর পার্ক করাসহ ৩১টি নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন।