Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

হাছন রাজা’র জন্ম বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুনামগঞ্জ

হাছন রাজা’র জন্ম বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা

মরমী কবি হাছন রাজা’র ১৬৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর ২টায় হাছনরাজা ট্রাস্টের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় হাছনরাজা মিনলায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। 
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, হাছনরাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক দেওয়ান সাজাউর রাজা সুমন প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সুনামগঞ্জ জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। তার কারণ এই সুনামগঞ্জ জেলাতে জন্ম গ্রহণ করেছেন মরমী কবি হাছন রাজা সুনামগঞ্জসহ নানা গুণী মানুষ। আমরা এই গুণী মানুষদেরকে আগামী প্রজম্মের কাছে তাদের গান চেতনকো তুলে ধরতে হবে।  

এই বিভাগের অন্যান্য খবর