Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন স্থানীয় সরকার মন্ত্রী ফরিদপুর

নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন স্থানীয় সরকার মন্ত্রী

একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-৩ (সদর) আসনের নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। রোববার বেলা ১১ টা থেকে শুরু হওয়া তার এই গনসংযোগ ও নির্বাচনী সভা চলে রাত অবধি।

এই সময় তিনি নির্বাচন কমিশনার শাহদাত হোসেন চৌধুরীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন। তিনি বলেন, তিনি আত্মীয়ের সম্পর্ক থাকায় আমার এলাকায় সেই পক্ষকে বেশী সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। এসময় তিনি ভোটারদের কাছে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট চান। তিনি প্রথমে ফরিদপুর শহরের সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয় ও পরে দুপুরে স্থানীয় পশ্চিম খাবাসপুরে রিয়াজউদ্দীন স্কুল মাঠে সভা করেন। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ফরিদপুরের পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহবায়ক এ এইচ এম ফোয়াদসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।