Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

ঝিনাইদহে যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’ মঞ্চায়িত ঝিনাইদহ

ঝিনাইদহে যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’ মঞ্চায়িত

মহান মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনভিত্তিক যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’ সারাদেশে মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশন অব বাংলাদেশ কালচারাল ফোরাম। বাংলাদেশ স্টাডিজ-৭১ (বিডিএস-৭১) এর আয়োজনের প্রথম পর্বে শনিবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পালাটি পরিবেশিত হয়। পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা প্রশাসন। 

এর আগে বাংলার মহানায়ক রাজধানী ঢাকা, চট্রগ্রাম, ময়মনসিংহ ও চাপাইনবাবগঞ্জ জেলায় মঞ্চায়িত হয়। ড. এ এইচ খানের উপন্যাস ‘দি ফাদার অব দি নেশান’ অবলম্বনে পালাটি নির্মাণ ও নির্দেশনা দেন বিশিষ্ট যাত্রানট মিলন কান্তি দে। তার দল দেশ অপেরার ব্যানারে পালাটি বিভিন্ন স্থানে প্রদর্শিত করছে। মিলন কান্তি দে বলেন- সংগ্রাম ও সংঘাতময় জীবন জীবনীমূলক পালা কিংবা নাটকের জন্য খুবই উৎকৃষ্ট উপাদান।

বঙ্গবন্ধুর  সমগ্র জীবনের প্রায় প্রতিটি মূহূর্তে রয়েছে নাটকীয় উৎকন্ঠা (ক্লাইমেক্্র), যা ‘বাংলার মহানায়ক’ পালা তৈরিতে আমাকে বিশেষভাবে আলোড়িত করেছে। ২৩ ফেব্রয়ারি ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া থেকে শুরু করে অসহযোগ আন্দোলন, ৭ মার্চের ভাষন, ২৫ মার্চ কালরাতে বঙ্গবন্ধুকে বন্দী করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া, তাঁর স¦দেশ প্রত্যাবর্তন, বিপদগামী সেনা সদস্যদের রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র, অতঃপর ১৫ আগস্টের নির্মম ট্রাজেডি পর্যন্ত ইতিহাস আড়াই ঘন্টা দৈর্ঘ্যরে এ যাত্রাপালায় উঠে এসেছে। 

ফাউন্ডেশন অব বাংলাদেশ কালচারাল ফোরামের সচিব জাকির হোসেন রাজু বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনধারা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের এ প্রয়াস।’ এ আয়োজনের সামগ্রিক তত্বাবধানে রয়েছেন- গবেষক, সাংবাদিক নুরে আলম সিদ্দিকী (খোকন)।  তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শুধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী নয়, গণতান্ত্রিক সংগ্রামে একজন বিপ্লবী নায়ক, মহানায়ক। 

সংস্কৃতি কর্মকান্ডের মধ্য দিয়ে এ মহানায়ককে আমরা পাদপ্রদীপের আলোয় আনতে চেয়েছি।‘ বাংলার মহানায়ক’ পালায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন এ এস এম শফি, বিপরীতে তাঁর স্ত্রী ফজিলাতুন্নেসা ওরফে রেনুর ভুমিকায় দেখা গেছে এ সময়ের দর্শক  নন্দিত নায়িকা পুরবী দত্তকে। মোশতাকের ভুমিকায় মিলন কান্তি দে, টিক্কা খান- এম আলম লাভলু, বিভিন্ চরিত্রে আরো অভিনয় করেছেন জি এম সিরাজ, মান্নান, আব্দুল হক, সাদ্দাম, আব্দুর রশীদ, কাজী রফিক, ফয়জুল, অলি উল্লাহ অলি, আলীনুর, উদয় চক্রবর্তী, মানিক, আবুল কালাম আজাদ, প্রদীপ চক্রবর্তী, এম এ সালাম, মোজাম্মেল হক, আলতাফ হোসেন, বাচ্চু মিয়া আলমাস, মাস্টার মামনুন, তাপসী, পারুল, নিভা, সুমি দে প্রমূখ। রোববার রাত নয়টায় যশোর টাউন হল মাঠে ‘বাংলার মহানায়ক’ মঞ্চায়িত হবে।