Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

দুর্গাপুরে মহান বিজয় দিবস উদযাপন নেত্রকোনা

দুর্গাপুরে মহান বিজয় দিবস উদযাপন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় প্রত্যুষে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপনের সুচনা করা হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সিপিবি, দুর্গাপুর পৌরসভা, দুর্গাপুর প্রেসক্লাব সহ আওয়ামীলীগের সহযোগি সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানীয় শহীদ সন্তোষ পার্কে পুষ্প স্তবক অর্পন শেষে সুসং সরকারী মহাবিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছায় বরন সহ পুলিশ, আনসার ভিডিপি, স্কুল কলেজের শিক্ষার্থীদের বর্নাঢ্য কুচ-কাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়া মন্দির, মসজিদ, গীর্জায় নিহত মুক্তিযোদ্ধাদের আত্মার মাফফেরাত কামনায় বিশেষ মোনাজাত, নৃ-তাত্বিক আদিবাসী অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংম্বর্ধনা, মধ্যাহ্নভোজ ও বস্ত্র বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মানু মজুমদার, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জেলা আ‘লীগ সদস্য জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, ওসি মোঃ মিজানুর রহমান আকন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু প্রমুখ।

বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বর্তমান সরকারের উন্নয়ন ও রুপকল্পের ধারার বিষয় গুলো নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে সকলকে আহবান জানান।

সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা শিল্পকলা একাডেমী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এর মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।