Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

জর্জ হ্যারিসন : মুক্তিযুদ্ধের অমরগাঁথা মতামত

জর্জ হ্যারিসন : মুক্তিযুদ্ধের অমরগাঁথা

ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঝরেছিল ত্রিশ লক্ষ প্রাণ এবং দুই লাখ মা-বোনের সম্মান। এই মহান ত্যাগ যেমন দেখিয়েছিল বাংলাদেশের প্রতি অকুন্ঠ শ্রদ্ধা, দরদ ও অগাধ ভালোবাসা।

জর্জ হ্যারিসন (২৫ ফ্রেব্রুয়ারি ১৯৪৩-২৯ নভেম্ববর ২০০১) ছিলেন তাদেরই একজন। যার গানের মাধ্যমে বিশ্ববাসী জেনেছিল তৎকালীন বাংলাদেশের সাড়ে সাতকোটি মানুষের ওপর চলা পাকিস্তানি সেনাদের বর্বর নির্মমতার চিত্র। লন্ডনের মেডিসন স্কয়ারে যুদ্ধ-বিদ্ধস্ত বাংলাদেশের মানুষের সহায়তার জন্য আয়োজন করেছিলেন কনসার্ট ফর বাংলাদেশ। প্রখ্যাত সেতার বাদক পন্ডিত রবিশঙ্কর যোগ দিয়েছিলেন এই কসার্টে। আরও যোগ দেন জর্জ হ্যারিসনের গানের দল বিটলসের সদস্য রিঙ্গোস্টার, ববডিলান, এরিক ক্ল্যাপটন ও বিলি প্রেস্টন। ১৯৭১ সালের আগস্টের প্রথম দিবসে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের চল্লিশ হাজার দর্শকের সামনে গেয়ে উঠলেন বাংলাদেশ’ বাংলাদেশ। গানের মূল কথাই ছিল বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর আহবান। হ্যারিসন সেদিন গেয়েছিলেন বর্বরতার বিরুদ্ধে মানবতার গান। বিজয়ের এই মাসে তাকে শ্রদ্ধার সংগে স্মরন করি। মুক্তিযুদ্ধ যেমন আমাদের অহংকার’ বঙ্গবন্ধু তেমনি আমাদের গর্ব। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় সুতোয় বোনা অমরগাঁথা অকৃত্রিম এই বন্ধুকে আমরা কোনদিন ভূলবো না ভূলতে পারবো না।

মোঃ শাহিন আকতার (ইকবাল)
কলাম লেখক ও গবেষক 

এই বিভাগের অন্যান্য খবর