Opu Hasnat

আজ ১১ জুলাই শনিবার ২০২০,

বিএনপির মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ নোয়াখালী

বিএনপির মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালীর সোনাইমুড়িতে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে পুলিশের গুলিতে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার বিকেল ৫টার দিকে সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন।

সোনাইমুড়ি থানা পুলিশের ওসি আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি।

 মাহবুব উদ্দিন খোকনের ছেলে সাকিব মাহবুব  বলেন, আমার বাবার গায়ে পাঁচটি গুলি লেগেছে।