Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

ফখর উদ্দিন মোহাম্মদ স্বপনের শেরে-বাংলা পদক লাভ সুনামগঞ্জ

ফখর উদ্দিন মোহাম্মদ স্বপনের শেরে-বাংলা পদক লাভ

শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের উদ্দোগে রাজধানী ঢাকার সেগুন বাগিচাস্থ প্রিয়প্রিয়াঙ্গন ড. আখতার ইমাম ভি আই পি অডিটরিয়ামে গত শুক্রবার বিকেলে মহান বিজয় দিবস উদ্যাপন ২০১৮ উপলক্ষে বিজয়ের ৪৭ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্টান শেষে সভার প্রধান অতিথি বিচারপতি মোহাম্মদ শামসুল হুদার হাত থেকে শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সনদপত্র ও পদক লাভ করেছেন ছাতক সরকারী কলেজের প্রভাষক আলহাজ্ব ফাখর উদ্দিন মোহাম্মদ স্বপন।

শেরে বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের প্রধান উপদেষ্ট শেরে-বাংলার দৌহিত্র সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্তে ও শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের মহাসচিব মোহাম্মদ রেজাউল করিম রিপনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, লেখক, সংগীতজ্ঞ ও জ্ঞণী তাপস প্রাকৃতজ শামীম রুমি লিটন, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রনালয়ের অতিথি সচিব পীরজাদা শহিদুল হারুন, অধ্যাপক ব্রিগ্রেডিয়ার জেনারেল মামুন মোস্থাফী, লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ জাহিরুল ইসলাম, লেঃ কর্ণেল (অবঃ) আনোয়ার হোসেন, শেরে বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের উপদেষ্ট মোহাম্মদ মোশারফ হোসেন, শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমিন প্রমুখ।

 

এই বিভাগের অন্যান্য খবর