Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

বিজয় দিবস উপলক্ষ্যে সেতুবন্ধন পাঠাগারের প্রতিযোগিতা নীলফামারী

বিজয় দিবস উপলক্ষ্যে সেতুবন্ধন পাঠাগারের প্রতিযোগিতা

সৈয়দপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সেতুবন্ধন পাঠাগারের পাঠকদের নিয়ে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) উপজেলার খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পাঠাগারের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আনসার আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলার রহমান প্রামানিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, মিঠু কম্পিউটার এন্ড মোবাইল জগতের স্বত্ত্বাধিকারী মমিনুল ইসলাম মিঠু, বাঁধন ফুড প্রোডাক্টের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আব্দুল হামিদ, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম, পাঠাগারের সাধারণ সম্পাদক আতাউর রহমান হাসু, স্বেচ্ছাসেবক আসাদুজ্জামান আসাদ, নওশাদ আনসারী, বিথি ইসলাম, মোরসালিন সুমন, মোঃ ফয়সাল, আসাদ, মাসুম বিল্লাহ, মামুন, হুমায়ুন কবির সজল, মাসুদ রানা, বেলায়েত হোসেন বিপু প্রমুখ। 

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত ওইসব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে জ্ঞান আহরণের জন্য বই ও পরিবেশবান্ধব গাছসহ পুরস্কার তুলে অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাঁধন ফুড প্রোডাক্টস্, ফেবার কেস্টল, মাওয়া ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল ও ডায়মন্ড কনফেকশনারী। পরে প্রধান অতিথি পাঠাগার চত্বরে একটি মহানুভবতার দেয়াল উদ্বোধন করেন। মহানুভবতার দেয়ালে লোকজন অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যাবেন, যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন।