Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মিথ্যা মামলায় ওসমানী গণিকে জড়িয়ে মানহানি করায় সংবাদ সম্মেলন সুনামগঞ্জ

মিথ্যা মামলায় ওসমানী গণিকে জড়িয়ে মানহানি করায় সংবাদ সম্মেলন


সুনামগঞ্জ সদর থানায় গত ২১ নভেম্বর এক তরুনীর কাছ থেকে সন্ত্রাসীদের যোগসাজসে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে সাজাঁনো মিথ্যা মামলায় পৌর ডিগ্রি কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক  ওসমানী গণিকে মামলায় জড়িয়ে মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেল ৩টায় ইংরেজী বিষয়ের প্রভাষক  ওসমানী গণি নিজে শহরের পৌর মাকের্টের দু’তলায় একটি কক্ষে সংবাদ সম্মেলন করেন। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি তার লিখিত বক্তব্য বলেন, শহরের বনানীপাড়াস্থ মির্জা আজিজ এর সাথে জায়গা জমি নিয়ে একই এলাকার সন্ত্রাসী শুভ,জীবন,রনির নেতৃত্বে পূর্ববিরোধ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলে আসছিল। তিনি মির্জা আজিজের মামলার স্বাক্ষী থাকার কারণে ঐ সমস্ত সন্ত্রাসীরা গত ২১ নভেম্বর বনানীপাড়া এলাকায় যাওয়ার সময় পরিকল্পিতভাবে আটকিয়ে শারীরিক নির্যাতন করে এবং পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয় এক পথচারী মহিলা মারধোরের ঘটনা দেখে প্রতিবাদ করলে ঐ সন্ত্রাসীরা (শিক্ষক) তাকে এবং ঐ মহিলাকে একটি ঘরে বসিয়ে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক ও মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে সন্ত্রাসীরা ঐ মহিলাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার স্বাক্ষর নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন এবং ঐ মামলায় তাকে  গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করে। যার মামলা নং-২৮৪/১৮ইং। গত ৫ ডিসেম্বর বিঞ্জ আদালতের বিচারকের কাছে ঐ মহিলাটি জবানবন্দীা পরিপ্রেক্ষিতে বিঞ্জ বিচারক সন্তোষ্ট হয়ে তার জামিন মুঞ্জুর করেন। তিনি আরো বলেন আমি এই সাজাঁনো মিথ্যা মামলাটি প্রত্যাহারসহ প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনের উধর্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি। 
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,বনানীপাড়া এলাকার বাসিন্দা মির্জা আজিজ  মোঃ শামীম আহমেদ প্রমুখ। 

 

এই বিভাগের অন্যান্য খবর