Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় সরগরম ঝালকাঠি

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় সরগরম

ঝালকাঠির দুটি আসনে নির্বাচনী প্রচারনায় সরগরম হয়ে উঠেছে এলাকাগুলো। মাইকিং, পোস্টার, ফেস্টুন, ব্যানার টানানোর কাজও শুরু হয়েছে। পাশাপাশি বিএনপির কার্যক্রমের স্থবিরতা কাটিয়ে তারাও নির্বাচনী প্রচার প্রচারণার কাজ চালাচ্ছেন। 

জানাগেছে, ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনটি একসময়ে জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত ছিলো। জাতীয় পার্টি নেতা জুলফিকার আলী ভুট্টো এ আসনে একাধিকবার সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০০০ সালের ২৮ ফেব্রæয়ারী তিনি মারা যাওয়ায় উপনির্বাচনে খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু এমপি নির্বাচিত হন। জুলফিকার আলী ভুট্টোর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় জোটের  মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন। ২০০৬ সালে সেনাসমর্থিত সরকারের পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে আওয়ামীলীগের  জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু এমপি নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় আওয়ামীলীগ প্রার্থী আমির হোসেন আমু পুনরায় নির্বাচিত হন। একারণে জাতীয় পার্টির দুর্গ খ্যাত অনেকটাই আওয়ামীলীগের দূর্গে পরিণত হয়। একারণে আওয়ামীলীগ শক্তিশালী অবস্থানে রূপ নেয়। সরকার বিরোধী আন্দোলন, মামলা, হামলায় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনেকটাই ঝিমিয়ে পড়েছিলো। প্রতিক বরাদ্দের পর তারাও সরব হয়ে উঠছেন। অপরদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা এমএ কুদ্দুস খান’র লাঙ্গল মার্কার সমর্থনে মাইকিং এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মুফতি সৈয়দ ফয়জুল করীম এর হাতপাখা মার্কার সমর্থনে শহরের বিভিন্ন স্থানে পোস্টার সাটানো হয়েছে।